বিশ্ব পরিভ্রমণে ডানা মেলেছে সৌর বিমান - BBC Bangla

সৌরশক্তি-চালিত বিমানে চড়ে বিশ্ব পরিভ্রমণের এক অভিযান শুরু হয়েছে।
সোলার ইমপ্যাক্ট-২ নামে এই বিমানটি আবুধাবি থেকে ডানা মেলেছে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে।
বিশ্ব পরিভ্রমণে ডানা মেলেছে সৌর বিমান

আগামী পাঁচ মাস ধরে বিমানটি মহাদেশ থেকে মহাদেশে পাড়ি দেবে।
পথে বিভিন্ন দেশে সেটি থামবে, প্রয়োজনে মেরামত চালানো হবে এবং সৌরশক্তির সুফল সম্পর্কে প্রচারািভযান চালানো হবে।
এই অভিযানের নায়ক দুই সুইস নাগরিক -- অন্দ্রে বোর্সবার্গ এবং বার্নার্ড পিকার্ড।
বিমানটি এতই ছোট যে মাত্র একজন লোক এতে চড়তে পারে।
এই মুহূর্তে বিমনাটি চালাচ্ছেন অন্দ্রে বোর্সবার্গ। পরে মি. পকিার্ড এর নিয়ন্ত্রণভার হাতে তুলে নেবেন।
রওনা হওয়ার আগে মি. বোর্সবার্গ কথা বলেছিলেন বিবিসির সাথে। তিনি জানান, বিশ্ব পরিভ্রমণের সময় বিমনাটিকে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরও পাড়ি দিতে হবে।
আবুধাবি থেকে মাস্কাটের দুরত ৪০০ কি.মি। এই পথ পাড়ি দিতে বিমানটির সময় লাগবে ১২ ঘন্টা।
বিমনাটির যাত্রাপথের হদিশ ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
তথ্যসূত্র -www.bbc.co.uk/bengali

Post a Comment

2 Comments

  1. This post is a fantastic resource for those who want to stay informed about their heart health. It's vital to know when to consult a cardiologist, and your insights are incredibly helpful. We all need to prioritize our heart health.

    ReplyDelete