How to change AM and PM Option



কিভাবে AM ও PM এর জায়গার নিজের নাম লিখব ?

বন্ধুরা,
আজ আমি আপনাদের মজার একটি টিপস আলোচনা কারছি, আপনি আপনার Computer এ কিভাবে PM  AM এর জায়গায় নিজের নাম লিখবেন ? তো আসুন চেষ্টা করি-
Step -1. প্রথমে আপনার Computer অন করতে হবে ।
Step -2. Start মেনুতে ক্লিক করতে হবে।
Step -3. এরপর Control Panel ক্লিক করতে হবে।
Step -4. এরপর  Regional and Language option সিলেক্ট করতে হবে।
Step -5. তারপর Customize (beside English US) ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন।
dinajpur-net

Step -6. এরপর TIME tab সিলেক্ট করতে হবে। নিচের ছবিটি দেখুন।

dinajpur-net

এরপর AM এবং PM লেখাটিকে মুছে দিয়ে নিজের নাম কিংম্বা অন্য শব্দ লেখুন। এর পর Apply বতামে ক্লিক করাপর OK বতামে ক্লিক করতে হবে ।নিচের ছবিটি দেখুন।
dinajpur-net

সবশেষে -> Taskbar এ ডাবল ক্লিক  করে "Date and time property থেকে AM এবং PM এর স্থলে নিজের নাম সিলেক্ট করুন। তারপর Apply বোতামে ক্লিক করার পর OK বোতামে ক্লিক করলেই কাজ শেষ। ধন্যবাদ,ভাল লাগলে Share করুন।

Post a Comment

0 Comments