Make Money

বন্ধুরা,
আমরা বিভিন্ন  জায়গায়, বিভিন্ন site এ গিয়ে মূল্যবান সময় নষ্ট করি কিন্তু কোন ফল পইনা।তাছারাও আমরা ভাল ইংরেজি না জানার জন্য ঠিক ঠাক বুঝতে পারি না। তাই  আপনাদের কথা মাথায় রেখে আমি সম্পুন্ন বাংলায় লেখার জন্য চেষ্টা করেছি । Internet থেকে অনেক ভাবে আয় করা যায় ,তার মধ্যে থেকে মোটামুটি কয়েকটি পদ্ধতি তুলে ধরচ্ছি।যেমন-

  •  Data Entry
  • Web designing
  • Music Create
  • File Uploading
  • Video Uploading
  • PTC(Paid To Click)
  • Photo Uploading
  • Blogging
  • Freelanceing 

Data Entry কি ?

Data Entry মুলত টাইপ করা করা বোঝায় ।কোন কাগজে লেখা আছে সেটা দেখে দেখে Computer এ Keyboard এর মধ্যামে Type করা ।বর্তমানে সেটা একটু অন্য ভাবে করা হয়। আর এর জন্য Computer এর সাধারন Ms-Office এর কাজ জানা থাকলে সেটা সহজে করা যায়।

কাজ কথায় পাবো

বন্ধুরা,এ কাজ আমরা সহজে পেতে পারি Free Of Cost এর মাধ্যমে ।হতাস জীবন মুক্ত করে,চলুন নিজের Luck নিজে তৈরি করি। তো বন্ধুরা সোজা কাজ দিয়ে শুরু করি।আমি এখানে কয়েকটি ভালো Data Entry জন্য Site উল্লেখ্য করচ্ছি।
  • Odesk
  • Freelancer
  • Scriptlance
 আপনি এর মধ্যে, যে কোন একটি Site প্রথমে বেছে নিন। তারপর Form Fill up করে  সদস্য হন।

কত আয় করা সম্ভব

কাজের ধরন যেহেতু নানারকম সেহেতু Data Entry করে কত টাকা আয় করবেন একথা বলা ক্তহিন।সাধারন ভাবে ঘণ্টা প্রতি ২ থেকে ৫ ডলার আয় করতে পারেন। যদি ঘণ্টা প্রতি ২ ডলার হিসাবে ৫ ঘণ্টা কাজ করেন তবে মাসে দাঁড়ায় ৩০০ দলার।তবে দক্ষতা ও অভিজ্ঞতা বারার সাথে সাথে এই পরিমাণ বারার কথা।

Blog থেকে টাকা আয় করার উপায় 

বর্তামান সময়ে আমাদের তথ্যপ্রযুক্তি  অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এক ক্লিক এ, এখন দুনিয়া হাতের মুঠোয়।ঘার থেকে আর কষ্ট করে বের হতে হয় না।আর আমরা যার লিখতে ভালো বাসি,তাদের কথা বলি ,আন্যথায় আর যাদের টাকার প্রয়োজন আছে তারাও লিখুন, হয়তো প্রথমে কষ্ট হবে তাও লিখুন দেখবেন একদিন সাফল্য এসে টিক আপনাকে ধরা দেবে।
        Blog শব্দটি এসেছে Web Log থেকে। সহজ ভাষায় Blog হল আপনার Online Diary ।আর আমরা যারা Blog এ লিখি তাদের Blogger বলা হয় ।

কী ভাবে শুরু করবেন

প্রথমে আপনি যে বিষয়ে ভল জানেন, সে বিষয়ে ঠিক করুন। এর পর google এ একটি Account বানান (প্রবেশ করুন) ।
  • এরপর Blog এর জন্য আপনাকে www.blogger.com এ প্রবেশ করতে হবে।
  • এরপর Create Blogger এ ক্লিক করুন।
  • New Post এ ক্লিক করে লিখতে থাকুন ।

টাকা কিভাবে পাবেন 

এর জন্য আপনাকে Google Adsene এ Account Create করতে হবে।তবে সাবধান ,আপনাকে মোটামুটি ১৫ থেকে ১৫ টি Post লিখতে হবে, আর এক একটি Post এ ২৫০ টির বেশি শব্দ লিখুন। তার আগে সেটি approve করবে না।
 Google Adsense ছরা ও আমরা যেগুলি থেকে থেকে টাকা পেতে পারি সেগুলি হল :-


 বিঃদ্রঃ- কোন অসুবিধা হলে Comment করুন।